Update news of the first Test between Bangladesh vs Pakistan

Hello friends,
Good evening, how are you all? Hope everybody is well and healthy. I am also fine with your prayers. As always, I came in front of you with another new blog. I hope to share some new updates with you through my writing.
Today I will share with you the update of the first day and second day of the first Test of the two Test series between Bangladesh vs Pakistan.

IMG_20211127_213825.jpg

The match is being played at Zahur Ahmed Cricket Stadium, Chittagong. It is one of the most beautiful stadiums in Bangladesh where 20,000 people can watch the game live.

After winning the Bangladesh toss, Mominul Islam Sourav decided to bat first and invited Pakistan captain Babar Azam to field.

IMG_20211127_213856.jpg

In this context, Bangladesh's two openers Sadman Islam and Saif Hasan started well, but Saif Hasan was caught out for 14 runs at the head of the team's 19 runs and returned to the dressing room. At the head of the team's 33 runs, Sadman Islam returned to the dressing room as a personal LBW with 14 runs.

Mominul Islam then captain Nazmul Hossain Shant returned to the dressing room with 6 runs and 14 runs respectively. Bangladesh then lost four wickets for 49 runs, but the middle order batsmen Liton Das and Mushfiqur Rahim's extraordinary batting resulted in a big score for Bangladesh. At the end of the first day, Mushfiqur Rahim and Liton Das finished the first day with their batting skills.

IMG_20211127_213923.jpg

Mushfiqur Rahim (91) and Liton Das (114) returned to the dressing room in the first innings on the second day. Later, Mehedi Hasan Miraj was limited to coming and going in the morning. Mehdi Hasan Miraj was unbeaten on 38 runs while all the other batsmen were all out for 330 runs.

Pakistan openers Abid Ali and Abdullah Shafiq got off to a great start with a 331-run lead in the first innings of the second day. They kept their wicket till the end of the second day and individual Abid Ali scored 93 runs and Abdullah Shafiq ended the day with 52 runs.

Pakistan batted 57 overs and scored 145 runs without losing a wicket.

At the end of the second day, Pakistan is trailing by 185 runs. Pakistan still has 10 wickets in hand. Hopefully they will get a big run lead the way they are playing.

We still have to wait three days to see what happens in the match.

For Pakistan, Hasan Ali took 5 wickets, Shaheen Afridi 2 wickets and Fahim Ashraf 2 wickets and Sajid Khan 1 wicket.

So friends, so far today. Stay tuned for more updates on the game. There was an expectation that everyone would be well and stay healthy. God bless you.

হ্যালো বন্ধুরা,
শুভ সন্ধ্যা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। বরাবরের মতো নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি আমার লেখার মাধ্যমে আপনাদের সাথে নতুন কিছু আপডেট শেয়ার করব।
আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্য দুই টেস্ট সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন ও দ্বিতীয় দিনের আপডেট সম্পর্কে।

খেলাটি অনুষ্ঠিত হচ্ছে জহুর আহমেদ ক্রিকেট স্টেডিয়াম, চট্টগ্রামে। এটি বাংলাদেশের একটি অন্যতম সুন্দর স্টেডিয়াম এখানে একসাথে 20 হাজার মানুষ খেলা দেখতে পারে সরাসরি।

বাংলাদেশ টসে জিতে মমিনুল ইসলাম সৌরভ বাংলাদেশের ক্যাপ্টেন প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং পাকিস্তান ক্যাপটেন বাবর আজম কে ফিল্ডিং করার আমন্ত্রণ জানান।

এই পরিপেক্ষিতে বাংলাদেশের দুই ওপেনার ব্যাটসম্যান সাদমান ইসলাম ও সাইফ হাসান শুরু করেন ভালোই কিন্তু দলীয় 19 রানের মাথায় সাইফ হাসান ব্যক্তিগত 14 রান করে ক্যাচ আউট হয়ে সাজঘরে ফেরেন। দলীয় 33 রানের মাথায় সাদমান ইসলাম ব্যক্তিগত 14 রান করে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন।

তারপর মমিনুল ইসলাম ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত দুজন যথাক্রমে 6 রান ও 14 রান করে সাজঘরে ফেরেন। এবং বাংলাদেশের তখন দলীয় স্কোর 49 রান এ চার উইকেট হারিয়ে দল বিপদে পড়ে যান কিন্তু মিডল অর্ডার ব্যাটসম্যান লিটন দাস ও মুশফিকুর রহিমের অসাধারণ ব্যাটিং এর ফলে বাংলাদেশ একটি বড় স্কোর সামনে দাঁড়ায়। প্রথম দিন শেষে মুশফিকুর রহিম ও লিটন দাস প্রথম দিন সমাপ্ত করেন তাদের ব্যাটিং পারদর্শিতার ফলে।

মুশফিকুর রহিম 91 ও লিটন দাস 114 রান করে দ্বিতীয় দিন প্রথম ইনিংসেই তারা সাজঘরে ফিরে যান। পরবর্তীতে মেহেদী হাসান মিরাজ ছাড়া সকালে যাওয়া আসার মধ্যেই সীমাবদ্ধ ছিল। মেহেদী হাসান মিরাজ 38 রান করে অপরাজিত ছিলেন বাকি সব ব্যাটসম্যান অলআউট হয়ে যান দলীয় 330 রানে।

দ্বিতীয় দিনের প্রথম ইনিংসে 331 রানের লিড সামনে রেখে পাকিস্তানের দুই ওপেনার আবিদ আলি ও আব্দুল্লাহ শফিক অসাধারণ শুরু করেন। তারা দ্বিতীয় দিন শেষ পর্যন্ত তাদের উইকেটটি টিকিয়ে রেখে ব্যক্তিগত আবিদ আলি 93 রান সংগ্রহ করেন এবং আব্দুল্লাহ শফিক 52 রান করে দিন শেষ করেন।

এরই পরিপ্রেক্ষিতে 57 ওভার ব্যাট করে পাকিস্তান কোন উইকেট না হারিয়ে 145 রান সংগ্রহ করেন।

দ্বিতীয় দিন শেষে পাকিস্তান 185 রানে পিছিয়ে আছেন। পাকিস্তানের হাতে আছে এখনো 10 উইকেট। আশা করা যায় তারা যেভাবে খেলছে বড় রানের লিড পাবে।

সেটা দেখার অপেক্ষায় এখনো তিন দিন আমাদের অপেক্ষা করতে হবে ম্যাচে কি ঘটে।

পাকিস্তানের পক্ষে হাসান আলী 5 উইকেট, শাহীন আফ্রীদি 2 উইকেট ও ফাহিম আশরাফ 2 উইকেট লাভ করেন এবং সাজিদ খান 1 উইকেট লাভ করেন।

তো বন্ধুরা আজ এ পর্যন্তই। খেলার আরও আপডেট পেতে আমার সাথে থাকুন। সকলে ভাল থাকুন সুস্থ থাকুন এ প্রত্যাশা রইল। আল্লাহাফেজ।



0
0
0.000
0 comments