হৃদয়হরন - আমার একটি কবিতা৷

avatar

সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন৷ আমি আজ আমার একটি সংক্ষিপ্ত কবিতা লিখবো।
কিছু স্মৃতি হয়তো মনের কোনে রেখাপাত করে চিরদিন, ঐ স্মৃতিগুলো ইচ্ছে হলেই ভুলে যাওয়া যায়না, না দূরে থেকেও দূরে ঠেলে দেওয়া যায়৷ ভুল করে ভুল করার নামই তো জীবন, প্রতিফলন ছাড়া এ জীবনে আর কি আছে?
চলুন, পড়ে নেয়া যাক স্বরচিত কবিতাখানি।

images (2).jpeg
Src

মনের নোঙর ফেলে যদি কোনোদিন নদীর তীরে থমকে যাও,
ভেসে যাওয়া স্রোতে যদি খুঁজে না পাও,
মন খারাপ করে থেকোনা, কিছু প্রেমের পূর্ণতা না পাওয়ায় থাকে,
স্রোত যেমন একটি থেকে অন্যটি দূরে সরে যায় তটিনীর বাঁকে বাঁকে।

জীবন গল্পে তুমি একেলা মুসাফির ,
চলছো দেশ থেকে দেশান্তরে,
পথে ফেলে এসেছ বহু দুঃসহ স্মৃতি জীবনতটে,
জানি আমি, রেখেছ যাতনা পুষে অলখে তোমার অন্তরে৷

স্মৃতিগুলো যদি ডানা মেলে উড়ে আসে,
একরাশ মেঘ কিংবা রাজপথের ধুলো হয়ে,
মনে করো, এ ধুলোয় আমি আছি, তোমার হয়ে,
যত দূরে চলে যাও, ধূ ধূ জলরাশি ফিরে ফিরে ডাকবে তোমাকে।

আমায় হারিয়েছ তাতে কি,
এক আমি চলে গেলে,
হাজার আমি এসে ডাকবো তোমায়,
নাম ধরে কখনোবা প্রানহীনের বেশে।

জানি তুমি, আমার না ফেরার কথা শুনে,
হয়তো মুখ লুকিয়ে ফেলবে দুফোঁটা অশ্রুজল,
নিকষা কালো কাজলে পড়বে ভাটা,
মন ছুঁয়ে যাওয়া অশ্রুতে আঁখি টলমল।

বেদনার রং বুঝি গাড় নীল,
তুমি বলতে মাঝে মাঝে,
তখন তোমার চোখের তারায় দেখতাম,
কি রহস্য,
ভদ্রতার বেশে দূরে চলে যেতাম,শুনে তোমার কলহাস্য৷

তুমি তো জানো, আমি কতটা গম্ভীর,
নিজের দর্শনের বাইরে চলতাম না,
অপারের খোঁজে অন্তর্লীন হতে চাইতাম,
ভালোবাসার রঙছটার থেকে দূরে সরে গিয়ে,
একাকী পথ চলতে পছন্দ করতাম।

সেই আমি কোথায় হারিয়ে গেছি,
তুমি জানো না, জানবে না কোনদিন,
হৃদয় মাঝে বন্দী করে রাখতে চাইবে,
কিন্তু, পারবে না, পারবে না।

যেই কবিতাগুলো লিখেছি,
সেগুলো হয়তো,
কাগুজে নৌকো হয়ে,
বর্ষাস্নাত দুপুরে ভেসে যাবে কানাগলি, দূরের বিষম স্রোতে,
হারিয়ে যাবে, অতল স্রোতে;
এভাবেই তোমার জীবন অন্য মোড় নিবে,
আমার সমাপ্তিতে তোমার পূর্ণতা প্রাপ্তি।
আকাশের নীলে যখন আমাকে দেখবে,
ছলছলে চোখে তাকিও না,
কারন সে চোখের তারায় যে আমারো বড্ড অসহ্য লাগে।
ভালো থেকো, চিরদিন।
দিনে দিনে আখেরে, মিলবো একদিন মহাকালে।



0
0
0.000
0 comments