এশিয়া কাপে ওপেনিং খেলোয়াড়ের সংকটে বাংলাদেশ ক্রিকেট দল।

avatar

এইতো এক মাস আগে আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিলেন বাংলাদেশর এক মাত্র নির্ভরযোগ্য ওপেনার তামিম ইকবাল। ২০০৭ সালে ওডিআই ও টি টোয়েন্টি ফরমেটে জাতীয় দলে জায়গা পান তিনি। আর ২০০৮ সাল থেকে টেস্ট ম্যাচে অভিষেক হয় তার। ২০০৭ সালে প্রথম ওডিআই বিশ্বকাপ খেলেই তিনি ক্রিকেট দুনিয়াকে জানিনে দেন চলে যেতে নন থাকতে এসেছেন তিনি।

ক্রিকেট খেলায় একটা দলের বড় স্কোর করার পিছনে একজন ওপেনারের ভূমিকা অনেক। একটা দলের ওপেনার দুইজন শুরুতে ভালো খেললে দেখা যায় পুরো দলটাই ভালো খেলে। আর একটা দলের ওপেনার ভালো না খেললে দলের মোট রান টাও ভালো আসে না। কথায় আছে শুরুটা ভালো হলে শেষটাও ভালো হয়। তাই একটা ম্যাচে ভালো বা খারাপ অনেকটাই ওপেনার খেলোয়াড়ের উপর নির্ভর করে।

আর সেই ওপেনিংয়ে দুর্বল বাংলাদেশ ক্রিকেট দল। একমাত্র তামিম ইকবালই শক্ত হাতে দাড়িয়ে আছে ওপেনার হিসেবে। তামিম এর সাথে ওপেনিং করতে কতজনই এলো গেলো কেউই নিজের জায়গা কে পাকা পক্ত করতে পারছে না। এখন পর্যন্ত তামিমের বিকল্প খুঁজেই পাই নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই অবস্থায় যখন তামিম ইকবাল আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানালো। তখন যেনো ওপেনার সংকটে পড়ে গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

এই মাসে শুরু হতে যাচ্ছে এশিয়া কাপ ও এরপর টি টোয়েন্টি বিশ্বকাপ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে এখন ওপেনারের অভাব। এশিয়া কাপের জন্য ১৭ জনের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেখানে ওপেনার হিসেবে আছে এনামুল হক বিজয় ও পারভেজ হোসাইন ইমন এই দুইজন। জিম্বাবুয়ে সফরে টি টোয়েন্টি সিরিজে এই দুইজনের কেউই ব্যাট হতে ভালো খেলতে পারে নি। এনামুল হক বিজয় তিন ম্যাচে রান করেছেন ২৯ রান। আর পারভেজ হোসাইন ইমন এক ম্যাচে করেছেন ২ রান। এই দিকে একমাত্র লিটন কুমার দাস ব্যাট হাতে ভালো পারফর্ম করলেও। ইনজুরির কারণে এশিয়া কাপের দলে থাকছেন না তিনি।

এই ওপেনার সংকটের সময় বিসিবি চিন্তা করতেছে বিকল্প রাস্তা। ওপেনিং ব্যাটসম্যানএর এই সংকটের সময় এশিয়া কাপে ওপেনিংয়ে ব্যাট হাতে দেখা যেতে পারে সাকিব ও মুসফিককে, জানিয়েছেন খালেদ মাহমুদ সুজন। বাংলাদেশের ওপেনার খেলোয়াড়ের সমস্যা এযেনো চিরোচেনা। ওপেনিংয়ে এত খেলোয়াড় পরিবর্তন করেও কেউ সুবিধা করতে পারতেছেন না। তামিম ইকবাল এর বিকল্প খেলোয়াড় যে এখনো আসেনি সেটা প্রমাণ করে দিলেন তিনি। তার অবসরের মাধ্যমে।

আর ওডিআই ফরমেটে সন্তোষজনক খেলা খেললেও টি টোয়েন্টি ফরমেটে বাংলাদেশ যেনো এক অচেনা দল। আর সেই টি টোয়েন্টি ফরমেটেই বাংলাদেশ যেনো দিন দিন আরো খারাপের পথে হাঁটছে। এই তামিমের অবসরের পর তামিমকে হারিয়ে বাংলাদেশ যেনো এখন ওপেনার শূন্য।

cricket-bat-ball-place-on-260nw-1772738654 (1).webp
IMG



0
0
0.000
1 comments
avatar

বাংলাদেশ দল বেশিরভাগ ম্যাচেই ওপেনিং এ ভরাডুবি হয়,খেলা শুরুর আগেই মনে হয় দুই তিনটা উইকেট নাই।

0
0
0.000