Bayern Munich || Champions of Germany !

BAYERN MUNICH
একধারে এগারোবারের মতো বুন্দেসলীগার শিরোপা জিতলো বায়ার্ন মিউনিখ। টাইটেল রেসে বরুশিয়া ডর্টমুন্ডকে নাটকীয়ভাবে হারিয়ে রেকর্ড সংখ্যক শিরোপা জয়ের স্বাদ পেলো দলটি। অপরদিকে শিরোপা জয়ের সহজ সুযোগ হাতছাড়া করেছ বরুশিয়া ডর্টমুন্ডকে। নির্ধারিত ম্যাচ শেষে বায়ার্ন মিউনিখ আর বরুশিয়া ডর্টমুন্ডরের সমান সংখ্যক পয়েন্ট থাকার কারনে শিরোপা নির্ধারিত হয় গোলের ব্যাবধানে। বায়ার্ন মিউনিখ গোল ব্যবধানে এগিয়ে থাকার কারনে টানা এগারোতম বারের মতো শিরোপা জয় করে নেয়!
বিগত কয়েক মৌসুম ধরেই বুন্দেসলীগায় একক আধিপত্য বিস্তার করে আসছে বায়ার্ন মিউনিখ। এর আগের দশটি আসরের সবকয়টিতে শিরোপা জয় করেছিলো দলটি। এর মধ্যে দুটি মৌসুমে বরুশিয়া ডর্টমুন্ড ভালো প্রতিদন্ধিতা করলেও শেষ করেছিলো দ্বিতীয় অবস্থানে থেকেই। বেশিরভাগ মৌসুম গুলোতেই বায়ার্ন শিরোপা জয় করেছিলো অনেক পয়েন্টের ব্যবধানে। খুব কম সংখ্যক মৌসুমেই খেলা গড়িয়েছিলো শেষ ম্যাচ পর্যন্ত!
তবে এবারের মৌসুমে এমনটি হয়নি। বরুসিয়া ডর্টমুন্ড পুরো মৌসুম জুড়েই বায়ার্নের সাথে সমান তাল মিলিয়ে পারফরমেন্স প্রদর্শন করেছে। সেই ফলস্বরূপ 2011/12 মৌসুমের পর আবারো শিরোপা জয়ের স্বপ্ন দেখছিলো দলটি। শেষ ম্যাচে আগে পর্যন্ত দুই পয়েন্ট বেশি নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে অবস্থান করছিল বরুশিয়া ডর্টমুন্ড। শেষম্যাচে একটি জন্য তাদের দীর্ঘ দশ বছরেরও বেশি সময়ের অপূর্ণতাকে পূর্ণতা দিতে পারতো। ভক্ত সমর্থকেরাও আশা করেছিলো এবার শিরোপা জয় করবে বরুশিয়া ডর্টমুন্ড। তবে শেষম্যাচের নাটকীয়তায় বরুশিয়া ডর্টমুন্ডকে মাঠ ছারতে হয়েছে অশ্রুসিক্ত চোখে!
বায়ার্ন ডর্টমুন্ডের সবকিছুই নির্ভর করছিলো শেষ ম্যাচের ফলাফলের উপর। গতকাল নিজেদের শেষ ম্যাচে কলেনের বিপক্ষে মাঠে নামবে বায়ার্ন মিউনিখ। কলেনের মাঠে অনুষ্ঠিত ম্যাচটিতে ২-১ গোলের জয় পায় তারা। ম্যাচের ১৫ মিনিটেই কোমেনের গোলে এগিয়ে যায় দলটি। তবে ম্যাচের ৮০ মিনিটে পেনাল্টি থেকে বিপক্ষদল গোক করলে অনেকটা পুরোপুরিই নিভতে বসেছিলো বায়ার্নের ভাগ্য। তবে বায়ার্নের তরুন স্টারবয় জামাল মুসিয়ালার অধারন গোলে জয় আসে তাদের পক্ষে। এই একটি গোল তাদেরকে জয়ের পাশাপাশি শিরোপাও এনে দেয়!
অপরদিকে নিজেদের শেষ ম্যাচে মেইনজের এর বিপক্ষে মাঠে নেমেছিলো ডর্টমুন্ট। সমীকরন ছিলো ডর্টমুন্ট সেই ম্যাচে জয় পায় তাদলে কোন হিসেব ছাড়াই শিরোপা জিতবে দলটি। সেই সমীকরনকে সামনে রেখে খেলতে নেমে ২-২ গোলে ড্র করে বায়ার্ন মিউনিখ। অপরদিকে বায়ার্ন জয় পাওয়ার শিরোপাটাই হাতছাড়া করে বরুশিয়া ডর্টমুন্ড। যাকে বলে অনেকটা তীরে এসে তরি তুবানোর মতো। নিজেদের মাঠে একটা ড্র তাদের বুন্দেসলীগা জয়ের স্বপ্নকে মলিন করে দেয়!
Congratulations @fa-him! You have completed the following achievement on the Hive blockchain And have been rewarded with New badge(s)
You can view your badges on your board and compare yourself to others in the Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word
STOP
Check out our last posts: