ভারত বনাম অস্ট্রেলিয়া || কার হাতে উঠবে বিশ্বকাপের শিরোপা?

avatar

শেষপ্রান্তে চলে এসেছে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের লড়াই। ফাইনালের মধ্য দিয়েই পর্দা নামবে এবারের বিশ্বকাপের। গ্রুপ পর্ব এবং সেমিফাইনালে দারুন লড়াইয়ের পর ফাইনালে জায়গা করে নিয়েছে স্বাগতিক ভারত এবং অস্ট্রেলিয়া। আহমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল বেলা ২.৩০ মিনিটে অনুষ্ঠিত হবে ম্যাচটি। ফাইনালের মত হাই ভোল্টেজ ম্যাচে ক্রিকেটের দুই পরাশক্তি ভারত এবং অস্ট্রেলিয়ার লড়াই দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছে ক্রিকেট ভক্ত সমর্থকেরা। এই ম্যাচে জিতবে কোন দল?

এবারের বিশ্বকাপের লড়াইয়ে সবচাইতে সফল দল দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ভারত। কেননা এবাবের বিশ্বকাপে দশটি ম্যাচে মাঠে নেমে সবগুলোতেই জয় পেয়েছে স্বাগতিক ভারত। গ্রুপ পর্ব থেকে শুরু করে সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষেও বেশ ডমিন্যান্ট করে জয় পেয়েছে ভারত দল। গ্রুপ পর্বের নয়টি ম্যাচের নয়টিতেই জয় নিয়ে পয়েন্ট টেবিলের একনম্বরে থেকে প্রথম দল হিসেবে সেমিফাইনালে কোয়ালিফাই করেছিলো রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত দল। এবারের বিশ্বকাপে পারফরম্যান্সের বিচারে ভারতের চাইতে ভালো করতে পারেনি আর কোন দল!

অপরদিকে এবারের বিশ্বকাপে বেশ চমকই দেখিয়েছে পাচ বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। বিশ্বকাপের অন্যতম ফেভারিট হিসেবে বিশ্বকাপে যাত্রা শুরু করে দলটি । কিন্তু হট ফেভারিট অস্ট্রেলিয়া বিশ্বকাপের শুরুটা করেছিলো দুঃস্বপ্নের মত । প্রথম ম্যাচে ফাইনালিস্ট ভারতের বিপক্ষে এবং দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও বাজেভাবে হারে অস্ট্রেলিয়া। প্রথম দুই ম্যাচে দলটির বাযে পারফরম্যান্সে শঙ্কা তৈরি হয়েছিল অস্ট্রেলিয়ার সেমিফাইনালে অংশগ্রহণ নিয়ে। কিন্তু প্রথম দুই ম্যাচে হারের পর সেমিফাইনাল সহ টানা আটটি ম্যাচে জয়লাভ করে সেমিফাইনাল নিশ্চিত করে দলটি!

বিশ্বকাপের দূর্দান্ত ৪৭ ম্যাচের পর এবার পালা সর্বশেষ ম্যাচের। শিরোপা জয়ের উদ্দেশ্যে সর্বশেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত এবং অস্ট্রেলিয়া। শেষ হাসি হাসবে কোন দল? এখন পর্যন্ত বিশ্বকাপে অপরাজিত থাকা স্বাগতিক ভারত? নাকি প্রথম দুই ম্যাচে হেরে দুর্দান্ত কামব্যাক করা অস্ট্রেলিয়া? প্লেয়িং কন্ডিশন বিবেচনায় এই ম্যাচে এগিয়ে থাকবে ভারত দল। তাছাড়া পুরো টুর্নামেন্ট জুরেই ভারতের ব্যাটসম্যান এবং বোলারদের পারফরম্যান্স ছিল অসাধারন।

ভারতের হয়ে এবারের বিশ্বকাপে ব্যাট হাতে অসাধারণ পারফরম্যান্স করেছে ক্যাপ্টেন রোহিত শর্মা, বিরাট কোহলি, শুভমান জিল, কেএল রাহুল। অপরদিকে বল হাতে বেশ চমক দেখিয়েছে জাসপ্রিত ভোমরা, মোহাম্মদ শামি এবং মোহাম্মদ সিরাজ৷ বিশেষ করে বল হাতে মোহাম্মদ শামি ছিলো দূর্দান্ত। সর্বমোট ২৩ উইকেট নিয়ে বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটের মালিক এই বোলার। ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে কতটুকু সফল হবে ভারতীয় এই পেসার?

এবারের বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলগতভাবে ভালো পারফরম্যান্স করেছে। ব্যাট হাতে ডেভিড ওয়ার্নার, মিচেল মার্স এবং গ্লেন ম্যাক্সওয়েলের পারফরম্যান্স ছিলো এককথায় অসাধারণ। বিশেষ করে আফগানিস্তানে বিপক্ষে ম্যাক্সওয়েলের হার না মানা ২০০ রানের ইনিংসটি এবারের বিশ্বকাপের সবচাইতে সেরা ব্যাটিং ইনিংস। বোলিংয়েও অস্ট্রেলিয়ার বোলাররা দারুন পারফরম্যান্স করেছে। মিচেল স্ট্রার্ক এডাম জাম্পা পুরো টুর্নামেন্ট জুড়েই ভালো পারফরম্যান্স করেছে। তাই ফাইনাল ম্যাচটি সহজ হবে না দল দুটির জন্য!


1000008894.jpg
ICC-INTERNATIONAL CRICKET COUNCIL



0
0
0.000
0 comments