বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড || দ্বিতীয় টেস্ট ম্যাচ - ডে ১ 🏏

avatar

চলছে বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচের লড়াই। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয় পর, দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ মাঠে নেমেছে টেস্ট সিরিজ জয়ের উদ্দেশ্যে। নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলের বিপক্ষে সিরিজ জয় মোটেও সহজ কথা নয়। কিন্তু দেশের মাটিতে বাংলাদেশ এক অপ্রতিরোধ্য দল। দেশের মাটিতে ক্রিকেটের সবগুলো শক্তিশালী দলের বিপক্ষেই জয় পেয়েছে বাংলাদেশ । তাই প্রথম ম্যাচে জয়ের পর নিউজিল্যান্ডে বিপক্ষে এই সিরিজে বাংলাদেশের জয়টাই কাম্য!

বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যাকর দ্বিতীয় টেস্ট ম্যাচের শুরুতে টসে জিতে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। এই ম্যাচে বাংলাদেশ অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামে। দলের ক্যাপ্টেন্সির দায়িত্বটা থাকে প্রথম ম্যাচে রেকর্ড গড়া নাজমুল হাসান শান্তর কাঁধেই। অপরদিকে নিউজিল্যান্ড তাদের শুরুর একাদশে একটি পরিবর্তন আনে৷ স্পিনার ইস সদির পরিবর্তে একাদশে জায়গা করে নেয় বোলিং অলরাউন্ডার মিচেল সাটনার।

টসে যেতে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নেওয়া বাংলাদেশের শুরুটা মোটেও ভালো হয়নি। ২৯ রানেই দুইটি উইকেট হারায় বাংলাদেশ। দুই ওপেনারের বিদায় পর ব্যাট হাতে পারফর্ম করতে ব্যর্থ হয় প্রথম ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত। মাত্র নয় রান করেই মিচেল সাটনারের বলে এলবিডব্লিউ আউটের শিকার হয় এই ব্যাটসম্যান। দিনের প্রথম সিজনেই ৪৭ রানে মহামূল্যবান চারটি উইকেট হারিয়ে চাপে পরে যায় বাংলাদেশ দল।

সেই চাপ সামাল দিয়ে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকে মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম এবং শাহাদাত হোসেন দিপু। কিন্তু এক অবিশ্বাস্য আউটের শিকার হয় মুশফিকুর। কাইল জেমিসনের করা বলকে ডিফেন্ড করলেও সেই বলকে হাতে স্পর্শ করে মুশফিক রহিম। ফলে নিউজিল্যান্ড আপিল করলে প্রথম বাংলাদেশি হিসেবে হ্যান্ডেলিংয় করার অপরাধে আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরে মুশফিকুর রহিম। এরপর কোন বাংলাদেশী ব্যাটসম্যান ব্যাট হাতে ভালো করতে সক্ষম হয়নি।

শাহাদাত দিপুর ৩১ এবং মেহেদী হাসান মিরাজের ২০ রানের অবদানে দলীয় ১৭০ রানেই অল-আউট হয় বাংলাদেশ৷ দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রানের ইনিংস খেলে অপ্রত্যাশিতভাবে আউট হওয়া মুশফিকুর রহিম। নিউজিল্যান্ডের হয় নয়টি উইকেট শিকার করে স্পিন বোলাররা। যেখানে সাটনার এবং ফিলিপস তিনটি করে উইকেট শিকার করে৷ একমাত্র পেসার হিসেবে একটি উইকেট তুলে নেয় দলটির ক্যাপ্টেন টিম সাউদি।

বাংলাদেশের প্রথম ইনিংসে ১৭২ রানের জবাবে ব্যাটিং করতে নেমে নিউজিল্যান্ডে ব্যাটিং বিপর্যয়ের মুখোমুখি হয়। যেখানে বাংলাদেশকে অল্প রানে আউট করার পর ভালো সংগ্রহ পাওয়ার স্বপ্ন দেখছিল ব্লাক ক্যাপসরা, সেখানে মাত্র ৪৬ রানেই পাচ উইকেট হারায় দলটি। আগ্রাসি ব্যাটিং শুরু করেও ব্যাটিং বিপর্যয়ে ম্যাচে অনেকটাই পিছিয়ে পরেছে দলটি। শেষ পর্যন্ত দলটি বাংলাদেশের ১৭২ রান পার করতে পারবে তো? প্রথম দিন শেষে নিঃসন্দেহে এই ম্যাচে বাংলাদেশ এগিয়ে রয়েছে!


1000010730.jpg
Bangladesh Cricket: The tigers



0
0
0.000
0 comments