পিএসজিকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লীগ ফাইনালে বরুশিয়া ডর্টমুন্ড 💥💥

avatar

প্যারিস সেন্ট জার্মেইনকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের মেঘা ফাইনালে জায়গা করে নিলো বরুশিয়া ডর্টমুন্ড। প্রায় এক যুগ পর ইউরোপের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নিজেদের সেরাটা দিচ্ছে জার্মান ক্লাবটি। ২০১২/২০২৩ মৌসুমে সর্বশেষ চ্যাম্পিয়নস থেকে ফাইনাল খেলেছিল বরুশিয়া ডর্টমুন্ড। সেবার দেশীয় ক্লাব বায়ার্নের কাছে শিরোপা হারিয়েছিলো দলটি। তারপর কয়েকবার দারুন সম্ভাবনা তৈরি করেও শেষ পর্যন্ত ফাইনালে খেলা হয়ে উঠেনি। বরুশিয়া ডর্টমুন্ড কি পারবে দীর্ঘ ২৭ বছর পর ইউরোপের শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করতে?

এবারের উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ সিজনের শুরু থেকেই দুর্দান্ত পারফরম্যান্স করে আসছে বরুশিয়া ডর্টমুন্ড। গ্রুপ পর্বের লড়াইয়ে দলটির জায়গা হয়েছিলো চ্যাম্পিয়নস লিগ ২০২৩/২৪ সিজনের গ্রুপ অফ ডেথ নামে পরিচিত গ্রুপ এফ এ। সেই গ্রুপে ছিলো ফ্রান্স চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেইন, ইতালির জায়ান্ট ক্লাব এসি মিলান, ইংলিশ ক্লাব নিউক্যাসেল ইউনাইটেড এবং বরুশিয়া ডর্টমুন্ড। সেই গ্রুপে সবাইকে চমকে দিয়ে সর্বোচ্চ তিন জয়ে এগারো পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ ষোলতে কোয়ালিফাই করেছিলো বরুশিয়া ডর্টমুন্ড।

রাউন্ড অফ সিক্সটিনে দলটি মুখোমুখি হয় নেদারল্যান্ডসের ক্লাব পিএসভির বিপক্ষে। সেখানে অনেকটা চমক দেখিয়ে পিএসভিকে দুই লেগ মিলিয়ে ৩-১ গোলের ব্যবধানে হারায় জার্মান ক্লাবটি। রাউন্ড অফ সিক্সটিনের পর কোয়ার্টার ফাইনালে দলটির প্রতিপক্ষ ছিলো কঠিন প্রতিপক্ষ আতলেটিকো মাদ্রিদ। কোয়ার্টার ফাইনালে আটলেটিকো মাদ্রিদকে রীতিমতো বিধ্বস্ত করে সেমিফাইনালে জায়গা করে নেয় জার্মান জায়ান্ট বরুশিয়া ডর্টমুন্ড।

বেশ কয়েকটি কঠিন লড়াইয়ের পর সেমিফাইনালে দলটি মুখোমুখি হয় ফ্রান্সের ক্লাব প্যারিস সেন্ট জার্মেইনের বিপক্ষে। ফ্রান্সের অন্যতম শক্তিশালী এই ক্লাবটির বিপক্ষে গ্রুপ পর্বে ভালো জয় পেলেও নকআউট স্টেজের সর্বশেষ দেখায় হেরেছিলো বরুশিয়া ডর্টমুন্ড। সেবার পিএসজির হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছিল ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র এবং ফ্রান্স তারকা কিলিয়ান এমবাপ্পে। তবে বেশ কিছুদিন আগেই দল ছেড়েছে নেইমার জুনিয়র।

সেমিফাইনালে প্রথম লেগে দল দুটি মুখোমুখি হয় ডর্টমুন্ডের ঘরের মাঠে। কোয়ার্টার ফাইনালে স্পেনের চ্যাম্পিয়ন বার্সেলোনাকে হারানো পিএসজিকে এই অনেকটাই এগিয়ে রেখেছিলো ফুটবল বিশ্লেষকরা। তবে সব প্রেডিকশনকে পিছনে ফেলে ঘরের মাঠে প্যারিস সেন্ট জার্মেইন এর বিপক্ষে ১-০ গোলে জয় প্রথম লেগে জয় পায় বরুশিয়া ডর্টমুন্ড। দলের পক্ষে একমাত্র গোলটি করে ম্যাট হুলেমস্।

বরুশিয়া ডর্টমুন্ড এবং পিএসজির মধ্যকার ২য় লেগের ম্যাচটি অনুষ্ঠিত হয় পিএসজির ঘরের মাঠ পার্ক দ্য প্রিন্সেসে৷ এওয়ে ম্যাচে হারের পর নিজেদের ঘরের মাঠে কামব্যাকের স্বপ্ন পূরণ করতে ব্যর্থ হয় ফ্রান্সের ক্লাবটি। প্রতিপক্ষের গোল বারে একের পর এক আক্রমণ করেও ব্যর্থ হয় কাঙ্খিত গোল আদায় করে নিতে। উল্টো ম্যাচে গোল কনসিড করে দলটি। ফলে ২-০ গোলের হার নিয়ে সেমিফাইনাল থেকে বিদায়ের ঘন্টা বাজে পিএসজির। এক যুগ পর ফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করে বরুশিয়া ডর্টমুন্ড!

1000019002.jpg
BORUSSIA DORTMUND



0
0
0.000
0 comments