বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম জয়!

avatar
(Edited)

ভারত বিশ্বকাপে শ্রীলংকার বিপক্ষে প্রথমবারের মতো জয় পেয়েছে বাংলাদেশ দল। সাকিব আল হাসান এবং নাজমুল হাসান শান্তর অসাধারণ পারফরমেন্সে শ্রীলংকার বিপক্ষে তিন উইকেটে ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ের ফলে ভারত বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় জয় পেলো বাংলাদেশ। এর আগে প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে দূর্দান্ত জয় দিয়ে বিশ্বকাপের যাত্রা শুরু করেছিল বাঙালিরা। কিন্তু সেই ম্যাচের পর থেকে শুরু জয় দলটির অধপতন। রেকর্ড টানা ছয় হেরে বিশ্বকাপের সেমিফাইনালে রেস থেকে বিদায় নেয় বাংলাদেশ দল!

বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নিলেও শ্রীলংকার বিপক্ষে গতকালের ম্যাচটি ছিল বাংলাদেশের জন্য মহাগুরুত্বপূর্ণ। কেননা এই ম্যাচের ফলাফলের উপর অনেকটাই নির্ভর করছিল বাংলাদেশের পরবর্তী ক্রিকেট চ্যাম্পিয়ন লীগের ভাগ্য। পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে হলে বাংলাদেশকে অবশ্যই পয়েন্ট টেবিলের সেরা আটে থাকতে হবে। কিন্তু একের পর এক বাজে হারের ফলে এই ম্যাচের আগে বাংলাদেশের অবস্থান ছিলো নবম স্থানে। তাই শঙ্কা তৈরি হয়েছিল পরবর্তী ক্রিকেট চ্যাম্পিয়নস লিগে বাংলাদেশের উপস্থিতি নিয়ে। তবে বাংলাদেশ ঘুরে দাড়িয়েছে ভালোভাবেই!

বাংলাদেশের এবং শ্রীলংকার ম্যাচটি গতকাল অনুষ্ঠিত হয় দিল্লিতে অবস্থিত অরুন জেটলি ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচের শুরুতে টসে যেতে বোলিং এর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্যাপ্টেন সাকিব আল হাসান। সিদ্ধান্ত অনুযায়ী শ্রীলঙ্কাকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় বাংলাদেশ ক্যাপ্টেন। শ্রীলঙ্কাকে অল্প রানে আটকে দেওয়াটাতেই ছিলো এই ম্যাচে বাংলাদেশের মূল লক্ষ্য। তবে দিল্লী এই হাই স্কোরিং পিচে ভালো বোলিং করাটাই ছিলো বোলারদের জন্য বড় চ্যালেঞ্জ।

শ্রীলংকার হয়ে শুরুতে ব্যাটিংয়ে এসে ভালো করতে পারেনি ওপেনার কুশাল পেরেরা। মাত্র ৪ রানেই বাংলাদেশী পেসার শরিফুল ইসলামের বলে ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে এই ওপেনার। উইকেট এর পিছনে অবস্থান করা মুশফিকুর রহিম অসাধারণ এক ক্যাচ গ্লাবসবন্দি করেন৷ প্রথম উইকেট পতনের পর শ্রীলংকা ঘুরে দাঁড়িয়েছিল বেশ ভালোভাবেই। ৬০+ রানের পার্টনারশিপ করে পাথুন নিশাক্কা এবং কুশাল মেন্ডিস। কুশাল মেন্ডিসকে সাকিব আল হাসান আউট করলে ভাঙ্গে এই জুটি৷

তারপর শ্রীলংকা নিয়মিত বিরতিতে উইকেট হারালেও একপ্রান্ত আগলে রেখে শ্রীলঙ্কাকে এগিয়ে নিয়ে যেতে থাকে আশালংকা। ১০৫ বলে ১০৮ রানের অসাধারণ ইনিংস খেলে এই ব্যাটসম্যান। শেষ পর্যন্ত ২৭৯ রানে গিয়ে থামে শ্রীলংকার ইনিংস। বাংলাদেশের হয়ে বল হাতে সর্বোচ্চ তিনটি উইকেট তুলে নেয় এই ম্যাচের দলে যুক্ত হওয়া তানজিম হাসান সাকিব। তবে উইকেট পেলেও বেশ খরুচে ছিলো এই বোলার। তার নির্ধারিত ১০ ওভারে ৮০ রান কনসিড করেছে এই তরুন ফাস্ট বোলার।

২৮০ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের শুরুটাও ভালো হয়নি। দলীয় ১৭ এবং ৪১ রানে প্রথম দুই উইকেট হারায় দলটি। ফলে লংকানদের বিপক্ষে শুরুতেই চাপে পরে যায় বাংলাদেশ। সেই চাপ থেকে দলকে ভালো অবস্থানে নিয়ে যায় ক্যাপ্টেন সাকিব আল হাসান এবং নাজমুল হাসান শান্ত। দুজনে মিলে গড়ে রেকর্ড ১৬৯ রানের জুটি৷ দলীয় ২১০ রানে সাকিব বিদায় নিলে ভাজ্ঞে এই জুটি। তবে সাকিবের বিদায়ের পর একের পর এক উইকেট হারিয়ে সহজ ম্যাচকে কঠিন করে তোলে বাংলাদেশের ব্যাটসম্যানরা। কিন্তু শেষ পর্যন্ত আট ওভার হাতে রেখেই তিন উইকেটের ব্যাবধানে জয় পায় বাংলাদেশ দল। এটি ভারত বিশ্বকাপে দলটির ২য় জয়।

1000008717.jpg
BANGLADESH CRICKET : THE TIGERS



0
0
0.000
0 comments