বাংলাওয়াশ !!!

avatar

আজ লিখবো বদলে যাওয়া এক বাংলাদেশের গল্পের কথা। কেউ কি স্বপ্নেও কল্পনা করেছিলো এতো জলদি বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় করে বসবে বাংলাদেশ ক্রিকেট দল? তাও আবার টি-টুয়েন্টির মতো একটি ফরম্যাটে! যে ফরম্যাটে কিনা বিগত সময়ে সবচাইতে বাজে পারফম্যান্স বাঙ্গালীদের! তবে সেই অসাধ্যকে সাধন করে দেখিয়েছে নতুন উদ্যমে গঠন করা বর্তমান দলটি।


FB_IMG_1678803209967.jpg
EspnCricinfo

দীর্ঘদিন পর বাংলাদেশের মাটিতে সিরিজ খেলতে এসেছে ইংল্যান্ড ক্রিকেট দল। শেষবার যখন তারা বাংলাদেশে সিরিজ খেলতে এসেছিলো তখন ওডিয়াই সিরিজ জয়ের দারুন সুযোগ তৈরি করেও শেষ পর্যন্ত হারতে হয়েছিল মাশরাফির দলের। তাই এবারের সিরিজে বাংলাদেশের ভক্ত সমর্থকদের আশা ছিলো ওডিয়াইতে ইংলিশদের হারিয়ে সিরিজ জয় করবে বাঙালিরা। কেননা সাম্প্রতিক সময়গুলোতে ওডিয়াই ফরম্যাটেই সবচাইতে ধারাবাহিক বাংলাদেশ দল।

বিশেষ করে দেশের মাটিতে বাংলাদেশের জয়ের রেকর্ড অনন্য। বিশ্বের এমন কোন শক্তিশালী দেশ নেই যাদেরকে ঘরের মাটিতে হারায়নি তারা। তবে একমাত্র ইংল্যান্ড দলটির সাথেই কোন ফরম্যাটেই সিরিজ জয় করতে পারেনি বাংলাদেশ।

সেই আক্ষেপকেই পূর্নতা দেওয়ার লক্ষে এই সিরিজটি শুরু করেছিলো বাংলাদেশ দল। মিরপুরের মাটিতে ইংলিশদের বিপক্ষে প্রথম ওডিয়াইতে জয়ের দারুন সম্ভাবনা তৈরি করেও শেষ পর্যন্ত হারতে হয়েছিলো। দ্বিতীয় ওডিআইতে এক অসহায় বাংলাদেশকে দেখা গিয়েছিলো মাঠে। শত রানের বেশি ব্যাবধানে হারতে হয়েছিলো সেদিন। সেই সাথে ইংল্যান্ডের সাথে ওডিআই সিরিজ জয়ের সম্ভাবনাও শেষ হয়ে যায়। তবে চট্টগ্রামের মাটিতে শেষ ম্যাচে দুর্দান্ত এক জয় পেয়েছিলো বাংলাদেশ দল।

তারপর আসে টি-টুয়েন্টি সিরিজের পালা। এই ফরম্যাটে দলকে নিয়ে আশা ভরসার জায়গাটা অনেকটা শূন্যই ছিলো বলা যায়। কেননা এক ওডিয়াই ছাড়া আর কোন ফরম্যাটেই ভালো পারফম্যান্স করে দেখাতে পারেনি বাংলাদেশ ক্রিকেটাররা। টি-টুয়েন্টিতে প্রাপ্তির খাতাটা অনেকটা শূন্যই বলা চলে!

তবে সেই শূন্যতাকে এই সিরিজে পূর্নতা দিয়েছে বাংলাদেশের ক্রিকেটারটা। তরুন খেলোয়ারদের নিয়ে গড়া দলটি প্রমান করেছে তারাও ইংল্যান্ডের মতো বিশ্বচ্যাম্পিয়নের হোয়াইট-ওয়াশ করার ক্ষমতা রাখে। টানা তিনটি টি-টুয়েন্টি ম্যাচে ইংল্যান্ডকে হারানোর মাধ্যমে তাদের বিপক্ষে প্রথম সিরিজ জয়ের পাশাপাশি নিজেদের অর্জনের খাতটা আরো সমৃদ্ধ করলো বাংলাদেশের ক্রিকেট দল।



0
0
0.000
0 comments