লিভারপুল VS রিয়াল মাদ্রিদ ⚽

avatar

লিভারপুল এবং রিয়াল মাদ্রিদ ক্লাব ফুটবলে দুই পরিচিত মুখ। শুধু পরিচিত বললে ভুল হবে ; ক্লাব ফুটবল জগতের সবচাইতে শক্তিশালী দল গুলোর মধ্যে অন্যতম বলা চলে। কেননা ক্লাব ফুটবলের ইতিহাসে এমন কোন শিরোপা নেই যেটি এই দুই দল অর্জন করেনি। রিয়াল মাদ্রিদ এবং লিভারপুল উভয়েরই আছে ইউরোপের সেরার মুকুট চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা, ক্লাব বিশ্বকাপ শিরোপা এবং নিজেদের লীগের শ্রেষ্ঠত্বের শিরোপা। তবে শিরোপার পাল্লাটা একটু বেশিই ভারি স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের।

সাম্প্রতিক সময়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এই দুটি ক্লাব। কেননা চ্যাম্পিয়ন্স লিগের সর্বশেষ আসরগুলোতে নকআউট পর্বের দুই প্রতিদ্বন্দ্বী ইংলিশ জায়ান্ট লিভারপুল ও স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। প্রতি সিজনে নক-আউট পর্বে কোন না কোন ধাপে তাদের দেখা হয়ে ই যায়!

তবে দেখাগুলো মোটেও সুখকর নয় ইংলিশ দল লিভারপুলের জন্য। কেননা প্রতিটা সাক্ষাতে হেরে যাওয়া দলটি তারাই। অপরদিকে ভাগ্যের চাকাটা সুদুর প্রসন্ন রিয়ালের। ২০১৮ সালের চ্যাম্পিয়ান্স লীগের ফাইনালে লিভারপুলকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে শিরোপা অর্জন করে নিয়েছিলো স্প্যানিশ ক্লাবটি। তবে তার পরের বছরই শিরোপা অর্জন করেছিলো লিভারপুল।

২০১৮ সালের পর আবারো ২৯ মে ২০২২ এ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি হয় দু'দল। এই ম্যাচে লিভারপুলের সুযোগ হয়েছিলো ২০১৮ ফাইনালে হারের প্রতিশোধ নেওয়ার। তবে সেবারও ব্যার্থ লিভারপুলের খেলোয়ারেরা। বারবার সুযোগ তৈরি করেও গোল আদায় করে নিতে করে ব্যার্থ দলটি। ফলে ভিনিসিয়াস জুনিয়রের একমাত্র গোলে সর্বোচ্চ ১৪ তম বারের মতো শিরোপা অর্জন করে রিয়াল মাদ্রিদ।

এবার আবারো চ্যাম্পিয়ান্স লীগের রাউন্ড অফ সিক্সটিনে মুখোমুখি হয় রিয়াল এবং লিভারপুল। বরাবরের মতো ফলাফল সেটাই। লিভারপুলের হার আর রিয়ালের সামনে এগিয়ে যাওয়া। এবার রাউন্ড অফ সিক্সটিনে প্রথম ম্যাচে লিভারপুলের হোম গ্রাউন্ডে মুখোমুখী হয়েছিলো দু'দল। সেই ম্যাচের ১২ মিনিটেই ২-০ গোলে এগিয়ে গিয়েছিলো এলিসন, সালাহের লিভারপুল। তার পরেই শুরু হয় রিয়ালের সেই চিরচেনা কাম-ব্যাক পর্ব। ২-০ গোলে পিছিয়ে পরা ম্যাচে ৪-২ গোলের জয় দিয়ে শেষ করে ভিনিসিয়াস জুনিয়রের দল।

ফিরতি লীগেও ফলাফলটা রিয়ালের পক্ষেই। এবার জয় ১-০ গোলের ব্যাবধানে। ফলে রাউন্ড অফ সিক্সটিন থেকে আবারও ছিটকে গেল ইংলিশ ক্লাব লিভারপুল। হারের প্রতিশোধ নেওয়ার আক্ষেপটা আরো দীর্ঘয়িত হলো তাদের।


FB_IMG_1678980607019.jpg
Liverpool



0
0
0.000
0 comments