অবিশ্বাস্য আর্সেনাল 💥

ARSENAL
Arsenal is back! ইংলিশ প্রিমিয়ার লীগের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব আর্সেনাল। এই আর্সেনাল একটি সময় প্রতিটি দলের আতঙ্কের কারণ ছিল। কিন্তু হঠাৎ করেই ব্যাকফুটে চলে গিয়েছিলো দলটি। তবে আর্সেনাল আবারো ফিরে এসেছে উদীয়মান তারকাদের হাতে ধরে। প্রিমিয়ার লিগের ২৬ ম্যাচে বিশ জয় আর তিন হার এবং তিন ড্রয়ের মাধ্যমে ৬৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের একেবারে প্রথমেই অবস্থান তাদের। আপনার কি মনে আছে সর্বশেষ কোন সিজনে আর্সেনাল টেবিল টপার ছিলো ছিলো?
এবারের ইংলিশ প্রিমিয়ার লিগের শুরুটাও দূর্দান্ত হয়েছিলো গানার্সদের । প্রথম দশ ম্যাচের দশটিতেই অপরাজিত ছিলো তারা। তার পরে ম্যাচগুলোতেও তারা সেই জয়ের ধারা অব্যাহত রেখেছে। অথচ বিগত কয়েক মৌসুমে তাদের অবস্থা ছিলো খুবই বেগতিক।
সাবেক খেলোয়ার ও কোচ মিকেল আর্তেতার হাত ধরেই পরিবর্তন আসতে শুরু করে দলটির। সে দায়িত্ব পাওয়ার পর থেকেই ডিফেন্স থেকে শুরু করে অ্যাটাকিংয়ে আনে পরিবর্তন। এবারের প্রিমিয়ার লীগ শুরু হওয়ার পূর্বে আর্সেনালের সবচাইতে বড় চমৎকার ছিল ম্যানচেস্টার সিটি থেকে গ্যাব্রিয়েল জেসুস কে দলে ভেড়ানো। জেসুস দলে আসার পর থেকেই শুরু হয় তাদের জয়ের বন্দনা!
আর্সেনালের এই নতুন এই নাম্বার নাইনতার ম্যাজিকাল পারফরম্যান্স সবার মন জয় করে নিয়েছিলো। তবে বিশ্বকাপের সময় ইনজুরিতে পড়ে বেশ কয়েকদিন ধরেই সে আছে মাঠের বাইরে। তবে সম্প্রতি জানা গেছে খুব দ্রুতই মাঠে ফিরবে আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা গেব্রিয়াল জেসুস।
দলে জেসুস না থাকলেও জয়ের ধারা অব্যাহত রেখেছে আর্সেনাল। গেব্রিয়াল মার্টিনেল্লি, সাকা আর সালিভাদের হাত ধরে শিরোপার দিকে ঠিকই এগিয়ে যাচ্ছে তারা। গত আসরের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির থেকে তাদের পয়েন্টের ব্যাবধান পাচ। তবে কিছু সহজ সুযোগ মিস না করলে পয়েন্টের ব্যবধানটা আরো হতে পারতো।
এবারের প্রিমিয়ার লীগে আর্সেনালের টিম কম্বিনেশনটা অন্য দলগুলোর থেকে ভালো। প্রতিটা প্লেয়ারই অবদান রাখছে জয়ের ক্ষেত্রে। সবাই গোলও আদায় করে নিচ্ছে। সবচাইতে ভালো দিকটা হলো তারা পিছিয়ে পরা ম্যাচেও জয় ছিনিয়ে আনছে। এই সিজনে তদের ডিফেন্স থেকে শুরু করে এটাকিং লাইনআপের সবাই নিজের দায়িত্ব পালনে বদ্ধপরিকর। মিডে ক্যাপ্টেন ওডোগার্ড, বামে মার্টিনেল্লি, রাইট ঊইং এ সাকা, এবং দুই উইংয়ের মাঝখানে জেসুস সবাই ভালো পারফ্যমেন্স করতে প্রতিটা ম্যাচেই।
সবদিক থেকে মিলিয়ে আর্সেনাল এবার যে প্রিমিয়ার লীগ জয়ের জন্যই খেলছে তা বলার অপেক্ষা রাখেনা।