ভারত বনাম অস্ট্রেলিয়া || বিশ্বকাপের ফাইনালের পর টি-টোয়েন্টি সিরিজে আবারো মুখোমুখি দু'দল!

avatar
(Edited)

বিশ্বকাপের উত্তাপ শেষ হওয়ার আগেই আবারো মুখোমুখি ভারত এবং অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হয়েছে ভারত বিশ্বকাপের ফাইনালিস্ট দু'দল। বিশ্বকাপের ফাইনালে স্বাগতিক ভারতকে অনেকটা চমক দিয়েই শিরোপা জয় করে নিয়েছে অস্ট্রেলিয়া। শিরোপা জয়ের পর এক সপ্তাহ পার হবার আগেই দলটি গতকাল ভারতের বিপক্ষে মাঠে নেমেছিল প্রথম টি-টোয়েন্টি ম্যাচে। বিশ্বকাপ ফাইনালের মতো এই ম্যাচেও দারুন প্রতিযোগিতা সাক্ষি হয়েছে ভক্ত সমর্থকরা। তবে শেষ পর্যন্ত এই ম্যাচে জয়টা এসেছে স্বাগতিক ভারতের পক্ষেই!

পাঁচ ম্যাচের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি গতকাল অনুষ্ঠিত হয় ডাঃ রাজশেখর রেড্ডি ক্রিকেট স্টেডিয়াম, বিশাখাপত্তনমে। এদিন ম্যাচের শুরুতে টসে যেতে বোলিং এর সিদ্ধান্ত নেয় ভারতে। দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সিরিজে ভারতের দলে এসেছে বেশ কিছু পরিবর্তন। বিশ্বকাপের পর অধিকাংশ খেলোয়াড়কেই বিশ্রামে রাখা হয়েছিলো এই ম্যাচে। দলটির নিয়মিত অধিনায়ক রোহিত শার্মা সহ এই সিরিজে স্কোয়াডে নেই বিরাট কোহলি, জাসপ্রিত ভোমরা, মোহাম্মদ শামি, শুভমান জিল এবং কেএল রাহুলের মতো খেলোয়াড়েরা। তাদের পরিবর্তে এই সিরিযে সুযোগ পেয়েছে ঋতুরাজ গাইকোয়াড, তিলক ভার্মা, রিংকু সিং, প্রদিস কৃষনাসহ আরো অনেকেই।

অপরদিকে এই সিরিজে স্কোয়াডে নেই অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপ জয়ী কয়েকজন খেলোয়াড়। পাশাপাশি প্রথম টি-টোয়েন্টিতে একাদশে রাখা হয়নি গ্লেন ম্যাক্সওয়েল, ট্রেভিস হেড এবং অ্যাডাম জাম্পার মত হাই পারফর্মিং প্লেয়ারদেরকে। মূলত বিশ্বকাপ জয়ের পর তাদেরকে একটু বিশ্রাম দিতেই একাদশে রাখা হয়নি। তাদের পরিবর্তে এই ম্যাচে অস্ট্রেলিয়ার হয়ে মাঠে নামে টিম ডেভিড, তানভির সাংহা এবং মারকাস স্টোইনাস।

ভারতের আমন্ত্রণে অস্ট্রেলিয়ার হয়ে শুরুতে ব্যাটিং আসে স্টিফেন স্মিথ এবং মেথো শর্ট। দলের পক্ষে শুরুটা মোটামুটি ভালই করে এই দুই ওপেনার। তবে মাত্র ১৩ রান করে শর্ট বিদায় নিলে তৃতীয় প্লেয়ার হিসেবে মাঠে আসে জস ইনলিশ। স্টিভেন স্মিথকে সঙ্গে নিয়ে এই প্লেয়ার একের পর এক বাউন্ডারি হাকাতে থাকে। দুজনে মিলে করে ১৩০ রানের অসাধারণ জুটি । স্টিফেন স্মিথ অর্ধশত রান করে আউট হলে ভাঙ্গে এই জুটি। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ২০৮ রানে থামে অস্ট্রেলিয়ার ইনিংস। জস ইনলিশ ৫০ বলে ১১০ রানের মহা গুরুত্বপূর্ণ একটি ইনিংসের উপহার দেয়।

অস্ট্রেলিয়ার দেওয়া ২০৯ রানের বিশাল ব্যবধান তারা করতে নেমে ভারতের শুরুটা হয় খুবই বাজেভাবে। মাত্র ২২ রানেই প্রথম ২ উইকেট হারায় স্বাগতিক ভারত দল। কিন্তু সেই পরিস্থিতিকে সামাল দিয়ে মহাগুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে এই ম্যাচে ভারতের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব এবং ঈশান কিশান। ঈশান কিশান ৫৮ রান করে আঊট হলে ভাঙ্গে এই জুটি। অপরদিকে দলের এক প্রান্ত আগলে রেখে ভারতকে জয়ের বন্দরে নিয়ে যায় ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। ৪২ বলে ৮০ রানের জয় সূচক ইনিংস খেলে আউট হয় সে।

শেষ দিকে ভারতের জয়ের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখে রিংকু সিং। অপরপ্রান্তে যখন একের পর এক উইকেট তুলে নিচ্ছিলো অস্ট্রেলিয়ান বোলাররা, তখন একপ্রান্ত আগলে রেখে দলকে জয় এনে দেয় এই বাহাতি ব্যাটসম্যান। শেষ পর্যন্ত প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ২ উইকেট এর ব্যবধানে জয় পায় ভারত। অসাধারণ পারফরমেন্সের ফলে এই ম্যাচের সেরা খেলো নির্বাচিত হয় ভারতের ক্যাপ্টেন সূর্য-কুমার যাদব। বিশ্বকাপে ফাইনালে হারের প্রতিশোধটা এই ম্যাচেই হয়তো নিয়ে নিল ভারত দল। কিন্তু এই হার বিশ্ব চ্যাম্পিয়নদের তেমন মাথাব্যাথার কারন হবেনা বললেই চলে!


1000009050.jpg
INDIAN CRICKET TEAM



0
0
0.000
1 comments
avatar

খেলাটা অসাধারণ হয়েছিল এবং সত্যিই ভারত একটু হলেও শান্তি পেয়েছে অস্ট্রেলিয়াকে এই ম্যাচটিতে হারিয়ে

0
0
0.000