হার দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের 🏏

avatar

ঘরের মাটিতে ইংল্যান্ড সিরিজের শুরুটা রঙিন হলোনা বাংলাদেশ দলের। হারের তিক্ত স্বাদ নিয়েই মাঠ ছাড়তে হলো সাকিব তামিমদের। ম্যাচে জয়ের আশা জাগিয়েও শেষ পর্যন্ত মালানের দূর্দান্ত এক শতকের কাছে হারতে হয়েছে তাদের। দলের হয়ে একাই পার্থক্য গড়ে দেয় এই ইংলিশ ওপেনার। বাকি সব ব্যাটারদের আশা যাওয়ার মিছিলে একাই মাঠ দাপিয়ে বেড়ায় ডেভিড মালান। ফলে ৩ উইকেটের বিনিময়ে সিরিজের প্রথম ম্যাচে জয় পায় ইংলিশরা।


FB_IMG_1677685721582.jpg
Bangladesh Cricket : The Tigers

ওডিআইতে বরাবরই ভালো দল বাংলাদেশ। অন্যান্য দুই ফরম্যাটের তুলনায় এই ফরম্যাটে শেষ ৫/৭ বছরে সবচাইতে বেশি সাফল্য অর্জন করেছে বাঙালিরা। তবে ঘরের মাটিতে বাংলাদেশই যে সেরা তা বলার অপেক্ষা রাখেনা। ঘরেই মাটিতেই বাংলাদেশ ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকার মতো দলগুলোকে সিরিজ হারিয়েছে। তাই ইংল্যান্ড সিরিজে দলের আজ থেকে ভালো পারফরমেন্স আশা করছিল ভক্ত সামর্থকেরা।

এই ম্যাচটি অনুষ্টিত হয় বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেট গ্রাউন্ড মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম। বাংলাদেশ সময় দুপুর ১২ টায় শুরু হয় ম্যাচটি।

ম্যাচের শুরুতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল। সাম্প্রতিক ম্যাচ এবং মিরপুরে কন্ডিশনের কথা বিবেচনা করেই তার এমন সিদ্ধান্ত। উদ্বোধনী জুটি হিসেবে মাঠে নামে বাংলাদেশের কাপ্তান তামিম ইকবাল এবং ইনফর্ম ব্যাটার লিটন কুমার দাস।

ম্যাচের শুরুটা মোটামুটি ভালই করেছিল তামিম- লিটন। গড়ে ৩০+ রানের জুটি। তবে দলীয় ৩৩ রানের মাথায় লিটন আউট হয়ে সাজঘরে ফিরে। তারপর নিয়মিত বিরতিতে ১০৬ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ। সেই অবস্থায় দলের হাল ধরেছিলো মাহমুদুল্লাহ এবং নাজমুল হাসান শান্ত। দুজন মিলে গড়ে ৫০+ রানের মূল্যবান জুটি।

এরপরেই ঘটে ব্যাটিং বিপর্যয়। শেষ ৫০ রানেই বাকি সব উইকেট হারিয়ে ২০৯ রানে অল-আউট হয়ে যায় বাংলাদেশ। শেষদিকে তাইজুল আর তাসকিনের হাত ধরেই ২০০+ রান করতে পেরেছিলো দল। একটা সময় মনে হয়েছিলো ২০০ রান করাটাই কঠিন হবে!

২১০ রানের লক্ষ্য মাত্রায় ব্যাটিং করতে নেমে খুব সহজেই যে ইংল্যান্ড জয় তুলে নিয়েছে এমনটি নয়। তাদের জয় মাত্র তিন উইকেটে বিনিময়ে। দ্বিতীয় ইনিংসের শুরু থেকে ইংল্যান্ডকে চাপে রাখে বাংলাদেশের বোলাররা। মাত্র ৬৫ রানেই সাজঘরে ফিরে প্রথম চারজন ব্যাটার। তবে ম্যাচের পার্থক্যটা গড়ে দেয় ডেভিড মালান।

ডেবিড মালানের ১১৪ রানের অপরাজিত ইনিংসে হেরে যাওয়া ম্যাচে জয় দিয়ে বাংলাদেশ সিরিজের শুভসূচনা করে ইংলিশরা।



0
0
0.000
2 comments
avatar

প্রথমের দিকে বাংলাদেশ জিতার সম্ভবনা না দেখলেও সময়ের সাথে এই সম্ভাবনা বাড়তে থাকে এবং একটা সময় মনে হচ্ছিল বাংলাদেশ ম্যাচ জিতে যাবে কিন্তু শেষ পর্য্যন্ত মালান এর দুর্দান্ত ব্যাটিং এর কারণে আর সম্ভব হয়ে উঠেনি

0
0
0.000
avatar

মালান একাই বাংলাদেশকে হারাই দিছে 🙂

0
0
0.000